Admission to THLH Mahavidyalay

COLLEGE NOTIFICATION: ADMISSION-2021 (UG)

মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমরম মহাবিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ত্রিবার্ষিক বি.এ এবং বিএস.সি স্নাতক সান্মানিক ও সাধারণ (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ও ছয় সেমেস্টার) পাঠক্রমের প্রথম সেমেস্টার কোর্সের জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ০২/০৮/২০২১ থেকে। ফর্ম পূরণ পর্ব চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত।প্রভিশনাল মেরিট লিস্ট বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ৩১ আগস্ট। মোট ৮ টি পর্যায়ে(যদি আসন খালি থাকে তবেই) এই অনলাইন ভর্তি চলবে।ভর্তি হবে সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে।ছাত্র-ছাত্রীদের কোন অবস্থাতেই কলেজ আসার কোন প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া অনলাইনে হবে।কলেজে কোন হেল্প ডেস্ক থাকবেনা।ছাত্র-ছাত্রীদের নিয়মিত কলেজ ওয়েব সাইট দেখতে হবে।কলেজের ওয়েব সাইট হল- www.thlhmahavidyalay.ac.in

ফর্ম পূরণ বিনামূল্যে হবে । ওয়েব সাইট হল- www.thlhmahavidyalaya.in . একজন ছাত্র বা ছাত্রী একটি আবেদন ফর্মে চারটি অনার্স কোর্স ও পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।পাস বা জেনারেল কোর্সে বিষয় সমন্বয় (Subject combination) নির্বাচন করতে হবে।আবেদন পত্রের সাথে ডকুমেন্ট হিসেবে লাগবে-১) মাধ্যমিকের অ্যাডমিট,২) মাধ্যমিকের মার্কশিট ৩) উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ৪) কাস্ট সার্টিফিকেট, ৫) দৈহিক প্রতিবন্ধী সার্টিফিকেট, ৬) স্কুল লিভিং সার্টিফিকেট, ৭) স্পোর্টস সার্টিফিকেট, ৮) জেনারেলদের জন্য সংরক্ষণ সংক্রান্ত সরকারী নথি ও নির্দিষ্ট ফরম্যাট, ৯) সিগনেচার, ১০) পাসপোর্ট সাইজের ছবি, ১১) আধার কার্ড, ১২) ই-মেল(বাধ্যতামূলক) এবং ১৩) দুটি ফোন নম্বর-ব্যক্তিগত হোয়াটস অ্যাপ এবং অভিভাবকের নম্বর (বাধ্যতামূলক)।

ভর্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিয়মাবলী প্রযোজ্য হবে।

Admission-2020 (UG)

  1. College Prospectus-2020 (Click here)

  2. Tentative Admission schedule-2020 (Notice-1) (Notice-2) (Notice-3)

  3. Merit List for Admission-2020 (Geography Honours Only)